ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দৌলত‌দিয়া ঘা‌টে যাত্রী‌ থাক‌লেও নেই যানবাহ‌নের চাপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ১৫ জুলাই ২০২২

শুক্রবারও দৌলত‌দিয়া ঘাটে ঢাকামু‌খি যাত্রী‌দরে চাপ অব্যাহত র‌য়েছে। ত‌বে এসময় যানবাহ‌নের তেমন চাপ দেখা যায়নি। ফ‌লে কোন প্রকার ভোগা‌ন্তি ছাড়াই পদ্মা পা‌ড়ি দিচ্ছেন যাত্রীরা।

শুক্রবার (১৫ জুলাই) সকালে ঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গ সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। ফলে পর্যাপ্ত সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। অপেক্ষা ছাড়াই যানবাহনগুলো ফেরির নাগাল পাচ্ছে। শনিবার পর্যন্ত ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘‘বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬ ফেরি চলাচল করছে। এরমধ্যে বড় রো রো ফেরি ৯টি, ছোট ইউটিলিটি ছয়টি ও ঢাকা ফেরি একটি। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট ব্যবহার করে নদী পার হয়েছে ৩ হাজার ৪২৯টি যানবাহন। এরমধ্যে বাস ৭২১টি, ট্রাক ৫০৫টি, ছোট গাড়ি ১ হাজার ৪২১টি ও মোটরসাইকেল ৭৮২টি।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি