ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে মাদক কারবারি আটক 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ১৫ জুলাই ২০২২

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ২৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৬শ পিস ভারতীয় ইয়াবাসহ সুব্রত কুমার নাথ (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি) ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুব্রত চট্টগ্রাম জেলার চকবাজার থানার ষোল শহর ষ্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে।

ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জাকির হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২২০৩/২ আরবি হতে আনুমানিক ৫ কি. মি. মিরসরাইয়ের নয়াটিলা এলাকা থেকে সুব্রত সহ মাদকের চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’’ 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি