ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাস-প্রাইভেট সংঘর্ষে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৫ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মাহিমা খাতুন (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। 

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিমা খাতুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তিনি রাজধানীর আফতাবনগর এলাকার বাসিন্দা। 

আর আহতরা হলেন- মোহাম্মদ আনান (২২), সাইদুল ইসলাম (২২) মো. রাহাত (২২) ও মো. হাবিব (২২)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, একটি সাদা প্রাইভেটকারে করে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম লেন হয়ে মেঘনার দিকে যাচ্ছিল। তাদের গাড়িটি দড়িকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্ন নেয় এসময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ঘে প্রাইভেটকারের ৫ শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মাহিমা খাতুনের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি