ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চিলাই বিলে নৌকা ডুবে এক নারীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৫, ১৫ জুলাই ২০২২

গাজীপুরের চিলাই বিলে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ওই মহিলার পাঁচ বছর বয়সী নাতিন সাইমা। 

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে গাজীপুরের বন্ধান গ্রামের বিলে এই নৌকাডুবি ঘটনা ঘটে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, নৌকার মাঝি সহ সাতজন ছোট একটি নৌকায় বিলটি পার হওয়ার সময় হঠাৎই নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় মাঝি সহ পাঁচজন সাঁতরিয়ে পারে উঠলেও সাদিয়া বেগম ও তার পাঁচ বছর বয়সী নাতিন পানিতে ডুবে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবি দল ঘটনাস্থলে গিয়ে দাদি সাদিয়া বেগমের মৃতদেহ উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছে শিশুটি। ডুবুরি দল শিশুটি উদ্ধার করার জন্য উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি