রোহিঙ্গা ক্যাম্পের মাটি খুঁড়তেই বের হল ২০ লাখ টাকা!
প্রকাশিত : ২০:১১, ১৫ জুলাই ২০২২
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মাটি খুঁড়ে গর্ত থেকে নগদ ২০ লাখ বাংলাদেশী টাকা উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। এসময় নূর বারেক (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব টাকা উদ্ধার করা হয়।
এদিন সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা ক্যাম্পের ওই এলাকায় অভিযান চালান। এসময় এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজী সুলতান নামের এক রোহিঙ্গা পালিয়ে যায়। পরে সুলতানের ঘর তল্লাশী করে রোহিঙ্গা নূর বারেক (২৫) নামের রোহিঙ্গা যুবকের দেখানো মতে মাটির গর্তে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশী করে নগদ বিশ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং রোহিঙ্গা যুবক নূর বারেককে আটক করা হয়।
আটককৃত নূর বারেক ওই ক্যাম্পের বি ব্লকের মৃত খলিলুর রহমানের ছেলে। পুলিশ উদ্ধারকৃত আলামতের জব্দ করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
এনএস//
আরও পড়ুন