ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৬ জুলাই ২০২২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি