ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পিকআপের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ১৬ জুলাই ২০২২

পাবনার সাঁথিয়ায় অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যান মোটরসাইকেলের তিন আরোহী। এসময়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৫ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জুয়েল, সুরুজ্জামান ও মতিন নামে তিনজন শাহজাদপুরে যাচ্ছিলেন। সাঁথিয়ার ছোট পাথাইল হাটে একটি অটোভ্যানের সাথে ধাক্কা খেয়ে তারা রাস্তার ওপর পড়ে যান। 

পরে বিপরতী দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতিন মারা যান। 

জুয়েল ও সুরুজ্জামানকে এনায়েতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি