ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় কার-পিকআপ সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ১৬ জুলাই ২০২২ | আপডেট: ১৩:২১, ১৬ জুলাই ২০২২

বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকাল সারে ৮টার দিকে উপজেলার দরগাহাটের ক্যালারপুকুর এলাকায়  এই দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ওসি আম্বার হোসেন ও কাহালু ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর  রুবেল রানা জানান, আজ সকাল আনুমানিক সারে ৮টার দিকে বগুড়া থেকে নওগাঁ  অভিমুখী একটি পিকআপভ্যান কাহালু উপজেলার ক্যালারপুকুর নামক স্থানে পৌঁছুলে  বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ জন মারা যান। এ সময় গুরুতর আহত হন ২ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরও ১ জন মারা যান। 

নিহতরা হলেন, নওগাঁ জেলার ধামুরহাট এলাকার টগর আলী (৩৫), তানসেন (৬০) ও আব্দুর রহমান (৩৫) এবং প্রাইভেট কারের চালক সুমন।

এছাড়া আহত সাকিল ২০ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত টগর আলীর পিতা তানসেন ইসলাম ক্যান্সারের রোগী। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন ছেলে টগর।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, ঘটনার পরপরই পিকআপ চালক এবং চালকের সহযোগী পালিয়ে গেছেন। তবে পিকআপ এবং প্রাইভেট কার উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি