ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভিক্ষুকের লাশ উদ্ধার, পাওয়া গেল ২৬ হাজার টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৬ জুলাই ২০২২

সিরাজগঞ্জের এনায়েতপুর মণ্ডলপাড়ার জলাশয় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকায় ভিক্ষা করতেন। তার কাছে ২৬ হাজার ৫ টাকা পাওয়া গেছে।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে অজ্ঞাত বৃদ্ধের লাশ মণ্ডলপাড়ায় জলাশয়ের উত্তরপাশে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। 

তখন তার কাছ থেকে টাকাগুলোও উদ্ধার করা হয় বলে জানান ওসি।

ওসি আনিছুর রহমান আরও জানান, এলাকার লোকজন বলেছে ওই বৃদ্ধ এলাকায় ভিক্ষা করতেন। থাকতেন ফুটপাতে। শুক্রবার রাতের কোন এক সময়ে জলাশয়ের পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি