ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাসের চাপায় মা-ছেলে-মেয়ে নিহত, মহাসড়ক অবরোধ 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ১৬ জুলাই ২০২২ | আপডেট: ১৪:০০, ১৬ জুলাই ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় মা-ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।

শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাকুল্লা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা, ছেলে ও মেয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মেয়ে নিহত হয়। গুরুতর আহত হয় ২ জন। 

পরে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন মির্জাপুর বাসতৈল এলাকার পারভিন আক্তার (২৭), তার মেয়ে সাদিয়া (৯) ও ছেলে সুমন (৭)।  

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, পাকুল্যার সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আসার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি