ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১৬ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৪৫, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আনসার সদস্য রয়েছেন।

শনিবার দুপুরে মহাসড়কের খালকুলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। 

নিহতদের মধ্যে আনসার বাহিনীর পিসি আব্দুল আজিজ রয়েছেন। তিনি রাজশাহীর বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত আতাবর রহমানের ছেলে ও পাবনার রুপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ছিলেন। 

বাকিদের পরিচয় পাওয়া যায়নি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, শনিবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের খালকুলায় পৌঁছে অন্য লেনে গিয়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বলে জানান ওসি লুৎফর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি