ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় মাদক কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩’শ ৮২ বোতল ফেনসিডিলসহ গোলাম মোস্তফা(৬০)  নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) প্রথম প্রহরে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে ভাড়খালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। 

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সদর থানাধীন ঘোনা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা কে ৩’শ ৮২ বাতল ফেন্সিডিলসহ আকট করে। 

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি