ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সরাইলে গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ১৬ জুলাই ২০২২ | আপডেট: ১৮:০০, ১৬ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬জুলাই) উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া (পূর্বপাড়া) গ্রামে তার বাবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার  করা হয়।
    
তিনি ওই গ্রামের আছন আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, প্রায় ৬ মাস আগে প্রেম করে ঝর্ণাকে বিয়ে করেন স্বামী হৃদয় হোসেন। প্রেমের বিয়ে মেনে নেয়নি হৃদয়ের পিতা জামির হোসেন। তাই বাধ্য হয়ে বেকার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতো ঝর্ণা। গত ১৫ দিন আগে প্রতিবেশী রোজিনার কাছ থেকে স্বামীর জন্য ৫শ টাকা ধার নেয় ঝর্ণা। ১ সপ্তাহের মধ্যে ফেরত দেয়ার কথা থাকলেও হৃদয় ফেরত দিতে না পারায় স্বামীর সঙ্গে ঝগড়া হয় ঝর্ণার। 

এরপর শনিবার সকালে ঝর্ণাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরে পুলিশে খবর দিলে ঝর্ণার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি