ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেঘনায় গোসল করতে নেমে শিশুর সলীল সমাধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জস্থ মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মেঘনা নদীর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের জজ মিয়ার ছেলে। 

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান জানান, ঈদ-উল-আজহার দুইদিন আগে বাহাদুরপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে হিমেল। শনিবার দুপুরে খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি  করে অচেতন অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি