ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ১৬ জুলাই ২০২২

নাটোরের লালপুরে অসুস্থ গরুর মাংস থেকে অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এরইমধ্যে গোস্ত কাটাসহ ধোয়ার কাজে নিয়োজিত ৯ জনের শরীরে রোগটির লক্ষণ প্রকাশ পেয়েছে। 

তবে এটিকে অ্যানথ্রাক্স মনে করা হলেও স্থানীয় স্বাস্থ্য বিভাগ অ্যানথ্রাক্স বলে নিশ্চিত করেনি। 

শনিবার (১৬ জুলাই) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, এটা কি ধরণের রোগ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেবলমাত্র আইইডিসিআর ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার (রোগ নিয়ন্ত্রণ) ওয়ালিউজ্জামান পান্না বলেন, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন করে যেন কেউ আক্রান্ত না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।

সেখানকার একদল চিকিৎসক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামে আক্রান্ত রোগীদের দেখে জানান, জরুরিভাবে ঢাকা থেকে আইইডিসিআর বিশেষজ্ঞরা রোববার এখানে আসবেন। তারা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে রোগটি নিশ্চিত করবেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি