ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (২৯) নামে শ্রবন প্রতিবন্ধি এক যুবক নিহত হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের তেবাড়িয়া রেল গেইট এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে। মাহফুজ লাল শহরের লেঙ্গুরিয়া বিহারীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শিরা জানায়, মাহফুজ লাল তেবাড়িয়া এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিল। এসময় রংপুরগামী আন্তনগর রংপুর এক্সপ্রেসের নিচে সে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
 
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানাকে অবগতি করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি