ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:০৯, ১৬ জুলাই ২০২২

ঢাকার দোহারে খালের পানিতে গোসল করতে নেমে রাহাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার লটাখোলা এলাকায় পদ্মা নদীর শাখা খালে এ ঘটনা ঘটে। রাহাত ওই এলাকার মো. খলিল চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নেমে রাহাত পানিতে তলিয়ে যায়। এসময় দুই বন্ধু রাহাতকে খুঁজে না পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে অনেক খোঁজাখুজির পর রাহাতকে না পেয়ে ৯৯৯ এ বিষয়টি জানান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘন্টার চেষ্টায় রাহাতের মৃতদেহ উদ্ধার করে।

দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম লটাখোলা উচ্চ বিদ্যালয়ের পাশের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি