ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ১৭ জুলাই ২০২২ | আপডেট: ১০:৩৮, ১৭ জুলাই ২০২২

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমষপুর গ্রামের সোহানুর রহমান (২৫) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে বাবা-মা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করা হয়। 

এ সময় মৃতের নিজ হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। সে পায়রা ইউনিয়ন সমষপুর গ্রামের গ্রাম ডাক্তার হাবিবুর রহমান সরদারের বড় ছেলে।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সে ইউনাইটেড কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় হতাশাজনিত কারণেই এই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার এসআই হরসিত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহানুর রহমান নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অন্য সদস্য ও তার বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার দুপুরে বাড়িতে ফিরে আসেন এবং ছেলেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখতে পান তারা। 

কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি