ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণ
প্রকাশিত : ১৫:২২, ১৭ জুলাই ২০২২
ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ দফায় তার বিরুদ্ধে স্বাক্ষ্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি ও সোনারগাঁও বাসিন্দা রতন মিয়া ও মোহাম্মদ পারভেজ।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তোলা হয় মামুনুলকে৷
রাষ্ট্রপক্ষের কৌশুঁলি আইনজীবী রকিব উদ্দিন জানান, সাক্ষীরা আদালতকে জানিয়েছেন ঘটনার দিন মামুনুল হক পুলিশের কাছে মামলার বাদীকে স্ত্রী পরিচয় দেয়। তবে জান্নাত আরা ঝর্ণা জানায়, সে তার স্ত্রী নয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আদালত স্বাক্ষীদের এই স্বাক্ষ্য গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, মামলার মোট ৪৩ স্বাক্ষীর মধ্যে এ নিয়ে ১২ জন স্বাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ধর্ষণ মামলায় পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণের জন্য কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে মামুনুলকে আদালতে আনা হয়। সাক্ষ্য শেষে দুপুরে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা, সোনারগাঁ রয়্যাল রিসোর্টের কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীসহ সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা সোহাগ রনিসহ সাক্ষ্য প্রদান করেন।
গত বছরের ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করতে এগিয়ে যান। তখন আওয়ামী লীগের কার্যালয়, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেপরোয়া ভাঙচুর চালান হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা।
রয়েল রিসোর্ট কাণ্ডের ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নারী ও শিশু নির্যাতন আইনে মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ১০ সেপ্টেম্বর মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে জান্নাত আরার দায়ের করা ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করে আদালত।
এএইচ
আরও পড়ুন