ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৮ বছর পর বরগুনায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আট বছর পর এ জেলায় ছাত্রলীগের সম্মেলন হলো।

রোববার (১৭ জুলাই) দুপুর ১২টায় বরগুনা সিরাজ উদ্দিন টাউন হলে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। পায়রা অবমুক্ত করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। 

সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। 

সর্বশেষ ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। 

এবছর সভাপতি পদে ৩৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত ছাত্রলীগের সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি