ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কুয়াকাটা সৈকতে মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৪, ১৭ জুলাই ২০২২ | আপডেট: ১৭:৫৬, ১৭ জুলাই ২০২২

কুয়াকাটার সমুদ্র সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যর ওই ডলফিনটি রোববার সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে স্থানীয়রা দেখতে পায়। পরে সেখানে পর্যটকরা গিয়ে ভিড় জমায়। 

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু’র ধারনা, ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে। তিনি জানান, সকালে জোয়ারের পানিতে তুফানের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর আগে গত ৩০ জুন একটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি বছর এ পর্যন্ত ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে বলেও জানিয়েছেন তিনি। 

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি