ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ভুমিহীনদের জন্য জমি কিনলেন ইউএনও

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩০, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভুমিহীন ও গৃহহীন আশ্রায়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে সাতক্ষীরার কলারোয়ায় ৮৬.২৫ শতক জমি ক্রয় করা হয়েছে। একই সাথে ওই জমি বিক্রেতাকে তার চেকও হস্তান্তর করা হয়েছে। 

রোববার (১৭ জুন) সকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রশাসকের নামে ওই জমি ক্রয় করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়ার সাব রেজিষ্ট্রার মঞ্জুরুল হাসান, ইউনিয়ন ভুমি কর্মকর্তা নিরাঞ্জন কুমার রায়, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, জমি বিক্রেতা আব্দুল হামিদ, অহিদুর রহমান, হাসিনা খাতুন, জাহিদুর রহমান তুষার, হাসান ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এমএ মান্নান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ অন্যন্যোরা উপস্থিত ছিলেন। 

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, উপজেলার সোনাবাড়ীয়া ও চন্দনপুর ইউনিয়নের এই জমি ভুমিহীন ও গৃহহীন আশ্রায়ন প্রকল্পের জন্য ক্রয় করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি