ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গ্রাহকের টাকা আত্মসাৎ, জেকা বাজারের সিইও গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ০৮:৫৯, ১৮ জুলাই ২০২২

গ্রাহকের ৬০ কোটি টাকা আত্মসাত করে পলানোর অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের সিইও জাবিউল্লাহ খান জাবেরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৭ জুলাই) সিআইডি জাবেরকে রাজবাড়ী আদালতে পাঠায়। আদালতের অনুমতি নিয়ে ওই দুপুরের পর রাজবাড়ী শহরের পান্না চত্তর এলাকায় নান্নু টাওয়ারে জেকা বাজারের কার্যালয়ে তল্লাশী চালায় সিআইডি। এসময় গ্রেফতারকৃত জাবের সিআইডির সাথে ছিলেন।

এর আগে শনিবার ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির পরিদর্শক জিল্লুর রহমান।

এসময়ে সিআইডি রাজবাড়ী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান আবুল হোসেন, পরিদর্শক
জিল্লুর রহমানসহ অন্যারা উপস্থিত ছিলেন।

গত বছরের ২২ নভেম্বর জেকা বাজারের সকল কার্যক্রম বন্ধ ও কার্যালয় সিলাগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারপর থেকেই পলাতক ছিল জাবিউল্লাহ খান জাবির। 

বিভিন্ন সময় জেকা বাজার থেকে অর্থ ফেরতের দাবিতে মানবন্ধনসহ নানা কর্মসুচি পালন করেন গ্রাহকেরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি