ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুতে সিলিন্ডার বোঝাই পিকআপ উল্টে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৮ জুলাই ২০২২ | আপডেট: ১০:০৮, ১৮ জুলাই ২০২২

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।

রোববার রাত ১০টার দিকে মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন।

তিনি জানান, আহত তিনজনকে প্রথমে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে মা ও দুই শিশু রয়েছে। 

নিহতরা হলেন রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)। এরা সবাই পিকআপের আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর আধা ঘণ্টা সেতুর এক লেইনে যান চলাচল বন্ধ ছিল বলে জানান স্থানীয়রা।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান জানান, দুজনের মরদেহ এই হাসপাতালে রয়েছে। আহত তিনজনকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

শরীয়তপুর শহরের জননী অক্সিজেনের খালি সিলিন্ডারে গ্যাস ভরে আনার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনের সমন্ধি রাজু খন্দকারের ঢাকায় কাজ থাকায় সপরিবারে সাথে যাচ্ছিলেন। 

ট্রাকের উপরে থাকায় রাজু খন্দকার ও কর্মচারী মো. কাউসার নিহত হন। তবে চালকের সাথে বসা রাজু খন্দকারের স্ত্রী মুক্তা আক্তার ও শিশু কন্যা ফাতেমা খন্দকার বেঁচে গেলেও আহত হন বলে জানান ওসি আলমগীর হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি