ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোনাইমুড়ীতে মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন টিপু (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে ১হাজার ২৫পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার খুচরা মূল্য প্রায় ৩লাখ সাড়ে সাত হাজার টাকা।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ইসমাইল জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার আজগর আলী হাজী বাড়ির নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর রসুলপুর গ্রামের লোকমান মিয়ার বাড়ির একটি কক্ষে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালায় সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল। এসময় ইসমাইল হোসেন টিপুকে আটক করে তার কাছে থাকা ১হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি