ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূর আত্মহত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৫

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৮, ১৯ জুলাই ২০২২

গৃহবধূ রুপনা দাস

গৃহবধূ রুপনা দাস

গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। চট্টগ্রামের মিরসরাইয়ের ধূম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামে সোমবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকের এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, তিন বছর আগে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের নিরঞ্জন দাসের কন্যা রুপনা দাস ও ধুম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামের রাখাল কুমার দের ছেলে রুপম কুমার দে। 

বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন রুপনাকে গৃহবধূ হিসেবে মেনে নিচ্ছিল না। তাই তার স্বামী রুপম এবং তিনি মিরসরাই সদরে একটি বাসা ভাড়া করে বসবাস করতেন। কিছুদিন পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। এরপর রুপম রুপনাকে ছেড়ে চলে যায়। পরে অসহায় রুপনা তার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে একাধিকবার শ্বশুর বাড়িতে আশ্রয়-অধিকার চান। কিন্তু কিছুতেই মিলছিল না আশ্রয়।

শেষতক গত সোমবার (১৮ জুলাই) বিকাল ৪টার নাগাদ নিজের কন্যা সন্তানকে নিয়ে পুনঃরায় শ্বশুর বাড়িতে গেলে আবারো তাড়িয়ে দেয়ার চেষ্টা করে বাড়ির লোকজন। এসময় উপায়ান্তর না দেখে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় গৃহবধূ রুপনা। 

পরে স্থানীয়রা তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (১৯ জুলাই) ভোর ৬টার নাগাদ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে তিনি মারা যান। 

এ ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ রুপনার স্বামী রুপম কুমার দে, শ্বশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাসুর কাঞ্চন কুমার দে ও জা উর্মিকে আটক করে আদালতে পাঠিয়েছে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে ধূম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামে গৃহবধূ রুপনা দাস নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুনে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে চমেক বার্ণ ইউনিটে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়। এ ঘটনায় নিহত গৃহবধূ রুপনা দাসের বড় বোন বিউটি দাস বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা (যার নম্বর ৭) দায়ের করেছেন এবং নিহত রুপনা দাসের স্বামী শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি