ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী গেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩২, ২০ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডিবি পুলিশ পরিচয়ে আন্ত:জেলা ছিনতাই  চক্রের মুলহোতা গাফ্‌ফার মিয়াকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।

সোমবার (১৮ জুলাই) গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গাফ্‌ফার সদর উপজেলার খাটিহাতা গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। তার বিরূদ্ধে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ জানায়, গাফ্‌ফার শুধু একজন পেশাদার ছিনতাইকারীই নয়। সে দূর্ধর্ষ ডাকাত দলেরও একজন হোতা।

পুলিশ আরও জানায়, সোমবার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার হাটুভাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে সুমন মিয়া তার ১৩ জন বন্ধু বান্ধব নিয়ে শাহবাজপুরে আসেন চা পান করতে। চা পান করে ফেরার পথে সরাইলের বিশ্বরোড মোড় পার হওয়ার পরই তারা আন্ত:জেলা ছিনতাই ও ডাকাত চক্রের খপ্পরে পরে। 

এরা নিজেদেরকে প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাদের কাছ থেকে ১৩ টি মুঠোফোন সেট, স্বর্ণের চেইন ও নগদ টাকা সহ মোট ৪ লাখ ২৬ হাজার ৭ শত টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা রাতেই সরাইল থানায় অভিযোগ করলে গাফ্‌ফারকে গ্রেপ্তার করা হয়। 

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি