ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ২০ জুলাই ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ব শত্রুতার জেরধরে আজহারুল সরদার (২৩) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আজহারুল ওই গ্রামের সোহাগ সরদারের ছেলে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান, রাতে বুজতলা বাজার থেকে বাড়িতে ফেরার পথে আজাহারুল ওই হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
 
তিনি আরও জানান, আহত অবস্থায় আজাহারুল হামলাকারিদের মধ্যে আতাউর রহমান, রেজাউল ডাক্তার, আক্তারুল, রসুল, ইলিয়াজ সহ ৫জনের নাম বলেছেন বলে জানান। তার গলায়-হাতে ও পায়ে সেলাই দেওয়া হয়েছে।
 
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। পুলিশ খোজ খবর রাখছে। নির্যাতিত পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএমএ/এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি