ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বরিশালে বাস-অটোরিক্সার সংঘর্ষে নারীসহ নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২০ জুলাই ২০২২ | আপডেট: ১৫:২৬, ২০ জুলাই ২০২২

বরিশালের বাকেরগঞ্জে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে নারীসহ ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। 

বুধবার (২০ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে নারী ব্যতিত বাকী তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং ব্যাটারিচালিত অটোচালক সোহাগ (২৪)।

আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে ব্যাটারিচালিত একটি অটো যাত্রী নিয়ে বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা থেকে বাকেরগঞ্জ পৌর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হয়। আহত হয়েছে এক শিশুসহ তিনজন। 

তিনি আরও বলেন, সংঘর্ষে অটোটি দুমরে মুচরে যায়। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আলাউদ্দিন।

এএইচ


এসএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি