ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে ১৪৪৬ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারে অবৈধভাবে আনা ১৪৪৬ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে নাসির উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে র‍্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১৫’র সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ।

তিনি জানান, মঙ্গলবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় এলাকা থেকে নাসির উদ্দিন নামের এক চোরাকারবারিকে ১৪৪৬ কার্টুন অর্থাৎ ২ লাখ ৮৯ হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেটসহ আটক করে র‍্যাব। এসময় প্রবাল বড়ুয়া নামের নাসির উদ্দিনের এক সহযোগী পালিয়ে যায়। 

আটককৃত নাসির উদ্দিন উখিয়ার কুতুপালং পূর্বপাড়া এলাকার কালাচানের পুত্র। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি