ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ২০ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা সিরাজ মিয়া (৬৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ আরও পাঁচজন। 

বুধবার (২০ জুলাই) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫) ও বাবুল মিয়া (৫২), কসবা উপজেলার খেওড়া গ্রামের জালাল মিয়া (৩২), তার স্ত্রী নূপুর (২২) ও তাদের সন্তান জিলানী (৬)। 

এদের মধ্যে মর্জিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি