ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মারধরের সময় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় স্বামীর মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেন (২৫)র মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুন (২০)কে আটক করা হয়েছে। 

বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন ওই গ্রামের জিয়াদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন ছিলেন একজন মাদকসেবী। সে প্রায়ই স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকেন। এসময় নিজেকে বাঁচাতে স্বামী ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়েন শাহিন। 

আলমারির গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে গেলে মারাত্মক আহত হয় শাহিন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি