ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি জন্ডিসে আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ২০ জুলাই ২০২২ | আপডেট: ১৮:২৫, ২০ জুলাই ২০২২

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে একাকী জন্ম নেওয়া সেই নবজাতক শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। সেই সাথে তার দেখা দিয়েছে রক্তস্বল্পতা এবং শ্বাসকষ্টের সমস্যা। 

শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে ভর্তির আগে থেকেই জন্ডিসে আক্রান্ত ছিল, রক্তস্বল্পতা দেখা দিয়েছিল এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। ভর্তির পর থেকেই শিশুটিকে রক্ত দেওয়া হয়েছে এবং জন্ডিসের কারণে ফটোথেরাপি দেয়া হচ্ছে। 

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটির সকল চিকিৎসা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, নবজাতক শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৮ জুলাই) ময়মনসিংহ মহানগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে স্থানান্তর করা হয়। 

শিশুটির চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে।

এর আগে গত শনিবার (১৬ জুলাই) ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের দরিরামপুর এলাকায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন মারা যায়। মায়ের মৃত্যুর আগ মুহূর্তে গর্ভ থেকে একাকী জন্ম নেয় নবজাতক শিশু কন্যাটি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি