ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোনার মানুষ রেমিট্যান্স যোদ্ধা 

দেবব্রত ঘোষ 

প্রকাশিত : ২১:১৯, ২০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

অভিবাসী, প্রবাসী, অনাবাসী বাংলাদেশি 
অর্থনীতির শাবল তুমি, মত্ত কর্মে দিবানিশি।

 
নিজেরে বিলিয়ে দিয়ে অন্যের তরে
চাতক হয়ে খোঁজ সুখের পায়রাটারে।
 
যৌবন কাঁদে না শুষ্ক রুক্ষ উত্তপ্ত মরুতে
সঠিক তথ্য ও সিদ্ধান্ত যদি থাকে শুরুতে।
 
দুঃখ কষ্ট বঞ্চনার মাঝে তখন দেখে আলো
যখন শোনে পরিবারের সবাই আছে ভালো।
 
নানা কষ্টে জ্বলে, ঝলসে সময় তুমি কাটাও
মহাক্লান্ত অভিবাসী তবু রেমিট্যান্স পাঠাও।
 
দেশ গঠনে সবার চেয়ে হয়েছ যে গুণী
তাই তো এ দেশ তোমার কাছে সর্বদা ঋণী।
 
সোনার মানুষ তুমি মহান রেমিট্যান্স যোদ্ধা 
অর্থনীতির চালিকাশক্তি তোমার তরে শ্রদ্ধা।।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি