ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভাসানচর থেকে পালানো ১৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ২১ জুলাই ২০২২

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ থেকে পালানো ১৯ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ফুল মিয়া চেয়ারম্যান বাজার এলাকায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৪ নারী ও ৮জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চর বালুয়া পুলিশ ফাঁড়ি থেকে আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণে পুনরায় পাঠানো হয়। এরআগে বুধবার রাতে চর এলাহী ফুল মিয়া চেয়ারম্যান বাজারের খাল পাড় থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে ফুল মিয়া চেয়ারম্যান বাজারের খাল পাড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় ১৯ রোহিঙ্গাকে আটক করে তারা। পরে বিষয়টি স্থানীয় চর বালুয়া পুলিশ ফাঁড়িতে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসানচর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আটককৃত রোহিঙ্গাদের বৃহস্পতিবার সকালে পুনরায় ভাসানচরে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি