ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ২১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. ঝর্ণা খানম (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। 

বুধবার (২০ জুলাই) রাতে সদর উপজেলার খাটিহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ঝর্ণা খানম বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নূরুল হক ভূইয়া প্রকাশ রানার স্ত্রী। 

বৃহস্পতিবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খাটিহাতা এলাকার সায়েমা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ৩ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি