ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ২১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে আবদুল্লাহ আন নাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আবদুল্লাহ মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাঁটিবুনিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। 

আবদুল্লার বাবা আব্দুল আলিম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আব্দুল্লাহ খাট থেকে মাটিতে পা রাখলে একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে উপজেলা  স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন।

কিন্তু আবদুল আলিম ডাক্তারের পরামর্শ না শুনে উপজেলার সুবিদখালী গ্রামের এক ওঝাঁর কাছে নিয়ে আবদুল্লাহকে ঝাড়-ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে আসেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। 

পরে বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১১ টার দিক চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ মারা যায়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি