ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২২ জুলাই ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানির কাঠাম ধরবস্ত এলাকায় ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা ৫ শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভটভটিতে ১৪ জনের মতো লোক ছিলেন। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভটভটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।

তারা বলেন, “আমি দেখেছি ৫টা মরদেহ পড়ে আছে, আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে গেছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম জানান, হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি