ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে বিএনপির দুই নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ২২ জুলাই ২০২২

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান রয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে হাউজিং আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাউজিং আবাসিক এলাকার বালুর মাঠে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। এসময় রাজনৈতিক মামলায় দীর্ঘ দিন পলাতক থাকা আসামি মিজানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি