ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২২ জুলাই ২০২২

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৪০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাঙ্গাবারী থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে নাজমুল (২৭) এবং উত্তর কাজির হাওলা গ্রামের জহির হাওলাদারের ছেলে শাকিল (২৫)।

এ প্রসঙ্গে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজির হাওলা গ্রামে অভিযান পরিচালনা করেন রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল। এ অভিযানে ১৪০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাজমুল ও শাকিল গ্রেফতার হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি