ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালিয়ে এলমান (২৫) ও সবুজ (২২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এলমান উত্তর ফকিরপুর এলাকার আবুল খায়েরের ছেলে এবং সবুজ চর দরবেশ গ্রামের আবদুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ফকিরপুর রশিদ কলোনিতে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এলমান ও তার সহযোগি সবুজকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী এলমানের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় ১৪টি মামলা রয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি