ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ২২ জুলাই ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে অন্তঃসত্ত্বা গৃহবধূ বিজলী আক্তারকে (২০) পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসি।

শুক্রবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি জাহাজমারা ইউনিয়নের বিরবিরি বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা।

আন্দোলনকারিরা জানান, গত একবছর পূর্বের বিজলীর সাথে পাশের গ্রামের মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মামুন বিভিন্ন সময় বিজলীকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। এব্যাপারে একাধিকবার গ্রাম্য শালিশ বৈঠক বসে মিমাংসা করা হয়। গত ১৬ জুলাই সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে বিজলীর মৃত্যুর খবর পান বাবার বাড়ির পরিবারের লোকজন। পরে তারা গিয়ে বিজলীর শ্বশুরদের খাটের ওপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের পরিবারের দাবি, বিজলী হত্যাকাণ্ডটি পরিকল্পিত। তাদের দাবি যৌতুকের জন্য স্বামী মামুন ও তার শ্বশুর-শাশুড়ি ৫ মাসের অন্তঃসত্ত্বা বিজলীকে পিটিয়ে হত্যা করেছে।

মানববন্ধনে বক্তারা বিজলী হত্যায় জড়িত তাঁর স্বামী মামুন ও শ্বশুর বাড়ির লোকজনকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, বিজলীর মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি