ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ত্রুটি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৩, ২৩ জুলাই ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন বাবু (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি প্রাইভেট জাহাজ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার মাসের ছুটিতে তিনি বাড়িতে আসেন।

শুক্রবার উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন বাবু একই গ্রামের মোঃ আসকান আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে পাট জাগ দেয়ার জন্য বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন আকরাম। হঠাৎ বিদ্যুত লাইনের ত্রুটি হওয়ায় সেটি ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এ সময় পরিবারের লোকজন বাবুকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

আকরামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পাঁচুড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়। 

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি