ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বাস চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা টঙ্গীর বনমালা সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। 

শনিবার (২৩ জুলাই) ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

নিহত ফাতেমা হক দত্তপাড়া টেকপাড়া এলাকার দুবাই প্রবাসী সামছুল হকের মেয়ে। সে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, সকাল সাড়ে ৭টার দিকে ফাতেমা তার ফুপির সঙ্গে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলো। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ওই ছাত্রী। এতে বাসের চাকার নিচে মাথা থিতলে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ফাতেমা। 

এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা বনমালা সড়কে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে সড়কে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি