ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেঘনা নদী সাঁতরে সরাইলে এলো ৫ মহিষ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মেঘনা নদী সাতঁরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলো ৫টি বড় মহিষ। পানিতে ভেসে মহিষ আসার খবর শুনে গ্রামের শত শত মানুষ ভিড় করেন।

শনিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত মহিষগুলোর মালিকানার সন্ধান পাওয়া যায়নি। এর আগে শুক্রবার রাতে মহিষগুলো সাঁতরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘনা নদী র্তীরবর্তী পরমানন্দপুর গ্রামে এসে উঠে।  

স্থানীয় পরমানন্দপুর গ্রামের বাসিন্দা হান্নান ভুইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদী পাড়ি দিয়ে মহিষগুলো সাঁতরে এসে আমাদের গ্রামে এসে উঠে। শনিবার দুপুর পর্যন্ত মহিষগুলোর মালিকের সন্ধান পাওয়া যায়নি। মহিষগুলো বর্তমানে পরমানন্দপুর পশ্চিম পাড়ার বশির মিয়া ও ইউপি সদস্য সুজন আহমেদের জিম্মায় রয়েছে।

ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুজন আহমেদ বলেন, বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেছি। এখনও মালিক খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনকে জানান হয়েছে। উপযুক্ত প্রমাণ পেলে মহিষগুলো মালিককে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

ধারণা করা হচ্ছে, মহিষগুলো মেঘনা নদীর অপর পাড় কিশোরগঞ্জ জেলার কোন চর এলাকা থেকে মেঘনা নদী সাঁতরে পথ ভুলে এখানে এসেছে।

এই ব্যাপারে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ বলেন, পানিতে ভেসে আসা জীবিত মহিলাগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিভিন্ন থানায় মহিষের মালিকের সন্ধানে মেসেজ পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি