ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ২৩ জুলাই ২০২২ | আপডেট: ১৭:১৩, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাট শহরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শহরের ধানমণ্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি নিলফামারীতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানান, সকালে নিহত গৃহবধূ জেসমিন তার বোনকে সাথে নিয়ে স্বামীর বাড়ি সদরের হানাইল গ্রাম থেকে বাবার বাড়ি নিলফামারীতে যাওয়া জন্য বের হন। জয়পুরহাট রেলস্টেশনে যাওয়ার জন্য তারা একটি ইজিবাইকে উঠেন। ইজিবাইকের চালক শহরের ধানমণ্ডি এলাকায় পৌঁছালে চাকার সঙ্গে গৃহবধূর ওড়না পেঁচিয়ে তিনি সড়কের উপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে হাসপাতালের চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।  
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি