ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মেঘনা নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ২৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক বেকারী শ্রমিক নিখোঁজ রয়েছে। নিখোঁজের নাম আরিয়ান (১৯)। শনিবার দুপুরে আশুগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। সে ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা। সে আশুগঞ্জের স্থানীয় আনন্দ বেকারীতে কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সহকর্মীদের সাথে মেঘনা নদীর ঘাটে গোসল করতে নামে আরিয়ান। মুহুর্তের মধ্যে নদীর স্রোতে তলিয়ে যায় সে। পরে সহকর্মীরা অনেক খোজাঁখোজি করেও তার কোন সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। 
  
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি