ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় এনএসআই পরিচয় দেয়া ৩ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৪, ২৪ জুলাই ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় এনএসআই সদস্য পরিচয় দেয়া তিন যুবককে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। শনিবার (২৩ জুলাই) বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। 

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা গ্রামের আমিন হোসেন, একই উপজেলার কলাটুপি গ্রামের আবজাল হোসেন ও পিছলাপোল গ্রামের রুহুল আমিন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, আটককৃতরা উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ঢোকে। তাদের গতিবিধি সন্দেহ হলে গ্রামবাসী তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে এনএসআই লেখা আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনা কলারোয়া থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি