টাঙ্গাইলে বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখি সংঘর্ষে ২ চালক নিহত
প্রকাশিত : ০৮:২৯, ২৪ জুলাই ২০২২ | আপডেট: ১০:২৮, ২৪ জুলাই ২০২২
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন। এ ঘটনায় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ জুলাই) ভোরে কালিহাতীর সল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্চিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় পিকআপ।
ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এসআই জেলকদ জানান, হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে।
সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এনএস/এএইচ
আরও পড়ুন