ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়লো ৬ দোকান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ২৪ জুলাই ২০২২

সিরাজগঞ্জের ছোনগাছা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। যাতে ক্ষতি হয়েছে প্রায় ৮০ লাখ টাকা।

শনিবার (২৩ জুলাই) আনুমানিক রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনুমানিক রাত ২টার দিকে জামাল শেখের দোকানে আগুন দেখতে পায় তারা। পরবর্তীতে আরও ৫টি দোকানে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ছিল ওষুধ, হোমিওপ্যাথি চেম্বার, চিনি, গুড় ও গো-খাদ্যের দোকান। ৬টি দোকানের প্রায় ৮০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

তবে এখনও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি